বাজার পরিস্থিতি
ঢাকার বাজারে সবজির দাম কমতে শুরু করেছে
অবরোধের কারণে পাইকারেরা সবজি পাঠাতে প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এতে উৎপাদনস্থলে সবজির দাম কমে গেছে।
![]() |
বাজারে ক্রেতার সংকট। তাই সবজির দামও পড়তি। |
শীতের সবজির সরবরাহ বেড়েছে। তাতে ঢাকার বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। গত এক সপ্তাহে ব্যবধানে ফুলকপি, বাঁধাকপিসহ কয়েকটি সবজির দাম ১০-২০ টাকা পর্যন্ত কমেছে।
আবার অবরোধের কারণে পাইকারেরা সবজি পাঠাতে প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এতে উৎপাদনস্থলে সবজির দাম কমে গেছে। ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজধানীর মগবাজার, সেগুনবাগিচা, পলাশী ও হাতিরপুল বাজারের আটজন সবজি ব্যবসায়ী ও কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার প্রথম আলোকে বলেন, শীতের নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে। তাতে দাম কমে আসছে। আবহাওয়াজনিত বড় কোনো সমস্যা না হলে সবজির দাম আর বাড়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
Post a Comment