'আমরা অবশ্যই নেতানিয়াহুর বিরুদ্ধে লড়ব, আমরা জিতবই' : সন্তানের লাশ নিয়ে বাবার শপথ
ইসরাইলি হামলায় নিহত এক ব্যক্তির লাশ - ছবি : আল জাজিরা
'আমরা অবশ্যই নেতানিয়হুর বিরুদ্ধে লড়ব, আমরা জিতবই'- সন্তানের লাশ নিয়ে এমন শপথই পাঠ করলেন এক ফিলিস্তিনি বাবা। গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় সন্তান নিহত হয়েছে। তিনি আশ-শিফা হাসপাতালের সন্তানের লাশ নিয়েই এই সংকল্প ব্যক্ত করেন। তার নাম সালামা মারুফ। তিনি গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সরকারের মিডিয়া অফিসের প্রধান।
তিনি রোববার ক্যামেরার সামনে লাশটি দেখিয়ে চিৎকার করে বলেন, 'আপনারা যা দেখছেন, সেটাই সত্য।'
তিনি বলেন, "ইসরাইলি নেতারা এই কাজই করছে। তারা এসব লোককে হত্যা করে বলছে যে তারা 'অবকাঠামোতে' হামলা করছে। এ মাসুম বাচ্চাটির দিকে দেখুন। সে কি ইসরাইলের প্রতি হুমকি ছিল[?]'
ইসরাইল শনিবার রাতেও গাজায় ভয়াবহ বোমা হামলা চালায়।
আরো পড়ুন
আড়াই হাজার ‘সিগারেট খেয়ে’ আজ দিল্লির মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কা!
রোববার দিল্লির স্টেডিয়ামে বাংলাদেশের বিশাল পতাকা টেনে নিয়ে যাচ্ছেন কর্মীরা - ছবি : সংগৃহীত
Post a Comment