শেখ হাসিনা ওয়াজেদ [ ক ] (জন্ম ২৮ সেপ্টেম্বর 1947) একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি 1996 সালের জুন থেকে জুলাই 2001 এবং আবার জানুয়ারি 2009 থেকে আগস্ট 2024 পর্যন্ত বাংলাদেশের দশম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। [ 3 ] [ 4 ] তিনি কন্যা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের । 20 বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করার পর, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী । তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী মহিলা সরকার প্রধান । [ ৫ ] 2024 সালে একের পর এক সহিংস বিক্ষোভের পর তার শাসন স্ব-আরোপিত নির্বাসনে শেষ হয় ।
Post a Comment